বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ফুটবল অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর ফাইনাল

By মেহেরপুর নিউজ

January 21, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় ফুটবল অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) তে মুজিবনগর উপজেলা একাদশ জেলা পর্যায়ে ফাইনাল উঠেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মুজিবনগর উপজেলা একাদশ ২-০ গেলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় পেনাল্টির সাহায্যে মোহনা গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে সুমাইয়া আরো একটি গোল করেন। এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।