মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই:
“জলবায়ু পরিবর্তনে মিডিয়ার ভুমিকা” শীর্ষক এক সেমিনারে যোগ দিতে মেহেরপুর ইলৈকট্রনিক মিডিয়ার ৯জন সাংবাদিক কলকাতায় পৌছেছেন। আজ শুক্রবার সকালে সাংবাদিতদের এ টিম চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর হয়ে ভারতের কলকাতার উদ্দেশ্য রওয়ানা দেন। তারা হলেন চ্যানেল আইয়ের মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা,এনটিভির মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য,মোহনা টিভির মেহেরপুর প্রতিনিধি পলাশ খন্দকার,চ্যানেল ওয়ানের মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযম,মাছরাঙ্গা টিভির মেহেরপুর প্রতিনিধি তানিয়া লাবন্য,সময় টিভির মেহেরপুর প্রতনিধিমীর সউদ আলী চন্দন ও মাই টিভির মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার ,ইসলামিক টিভির মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন ও বাংলাভিশনের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু।
৯ সদস্য বিশিষ্ট সাংবাদিক টিমের সদস্য পলাশ খন্দকার বলেন,আমরা দুপুর পোনে ২ টার সময় কলকাতায় পৌছেছি। কলকাতার একটি সংগঠনের আমন্ত্রনে“ জলবায়ু পরিবর্তনে মিডিযার ভুমিকা” শির্ষক ৫ দিনের সেমিনারে অংশগ্রহন করতে আমরা মেহেরপুর জেলার ৯ জন সহ সারা দেশ থেকে মোট ১৫ জন সাংবাদিক কলকাতায় এসেছি। “জলবায়ু পরিবর্তনে মিডিযার ভুমিকা ”শির্ষক ৫ দিনের সেমিনার আগামি কাল থেকে শুরু হবে। সেমিনার শেষ কওর তারা ভারতের দিল্লি এবং বম্বের বেশ কিছু স্থাপনা ও নিদর্শন পরিদর্শন কওর আগামী ৭ আগষ্ট দেশে ফিরবেন বলে তিনি জানান।