মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হ্যাটট্রিক বিজয় অর্জন করেছেন। রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরাহাদ হোসেন ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক প্রতিক) নিয়ে ৫৭ হাজার ৬৮২ ভোট পান। অর্থাৎ ফরহাদ হোসেন ৩৬ হাজার ৬২১ টি বেশি ভোট পেয়ে মেহেরপুর-১ আসনে হ্যাটট্রিক বিজয় অর্জন করলেন। রবিবার সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
মেহেরপুর-১ আসনে মেহেরপুর ও মুজিবনগরে ১১৭ টি কেন্দ্রে ৩ লক্ষ ৩৭ জন ফুটরের মন জয় করতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১ লক্ষ ৫৬ হাজার ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মধ্যে ১২৭৩ বাতিল হয়ে যায়।