করোনাভাইরাস

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রের গণটিকা কার্যক্রম পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 26, 2022

মেহেরপুর নিউজ:

মহামারি থেকে মুক্তির প্রত্যাশা নিয়ে সারা দেশে শুরু হয়েছে ১ কোটি করোনা ভাইরাসের গণটিকাদান। ভ্যাকসিন নিয়ে নানা মহল থেকে এসেছিল প্রতিক্রিয়া। কেউ কেউ ভ্যাকসিন নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে সংশয়ে ছিলেন, ছিলেন ভয়ে। ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার শঙ্কাও ছিল আলোচনায়। এই শঙ্কা-ভয় কাটায়ে সব আলোচনা-সমালোচনা, দ্বিধা-ভয় কাটিয়ে একযোগে সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলে।

মেহেরপুরে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর স্টেডিয়াম মাঠে টিকা কেন্দ্র এবং মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর সাথে ছিলেন।