মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজ এলাকায় যাবার জন্য তৈরি হয়েছিল আমি বলেছি যে জেলায় যেতে পারবা না ঢাকাতে করোনা ভাইরাস আছে।
যে কারণে সে যায়নি। প্রধানমন্ত্রী বলেন যেহেতু ঢাকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সে কারণে আমি ঢাকার বাইরে তাকে যেতে নিষেধ করেছি।
কারন সে ঢাকার বাইরে গেলে করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার খুলনা এবং বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স চলাকালে মেহেরপুরের গাংনী উপজেলার চেয়ারম্যান এমএ খালেক তার বক্তব্যে বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন সরকারি কাজে দায়িত্বতার কারণে ঢাকাতে থাকলেও আমাদের খোঁজখবর রাখছেন, তিনি সার্বক্ষণিক মনিটরিং করছেন।
আমরা তার নির্দেশনা মোতাবেক রাজনৈতিক নেতাদের নিয়ে কাজ করছি। প্রশাসনকে নিয়ে কাজ অব্যাহত রেখেছি। এম এ খালেক এর বক্তব্যের সূত্র ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ঢাকায় অবস্থান করার বিষয়টি নিয়ে উপরোক্ত কথা বলেন।