মেহেরপুর নিউজ:
মেহেরপুর জনতা ওয়ারিয়ার্স ও ভোরের একাদশের প্রীতি ক্রিকেট খেলাটি পরিত্যক্ত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজ মাঠে জনতা ওয়ারিয়ার্স এবং ভোরের একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভোরের একাদশ ৭ ওভারে ৯০ রান তোলার পর বৃষ্টিতে হানা দেয়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামাই খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে প্রীতি ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারুনুর রশিদ, হাফিজুর রহমান।এর আগে সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।