মেহেরপুর নিউজ, ১৪ মার্চ: ছয দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। খুলনায় দু্ই দিনের সফর শেষ করে রাত পোনে ১টার দিকে মেহেরপুরের নিজ বাসভবনে পৌছানোর কথা রয়েছে।প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথা জানা গেছে। আগামি কাল শুক্রবার সকাল থেকে তিনি সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। শুক্রবার সকালে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এর পরে মুজিবনগর কমপ্লেক্সে বাস টার্মিনালের স্থান পরিদর্শন করবেন। বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন করার লক্ষে চুয়াযাঙ্গায় যাবেন। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষা মেলার উদ্বোধন করবেন। পরে একই স্থানে সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুর ১২ টায় নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন। দুপুর ২ টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিকালে পিটিআই এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। রবিবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ১৯ মার্চ মঙ্গলবার সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে নজরুল সম্মেলনে যোগদান করবেন। দুপুরে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন। এছাড়াও তিনি বিভিন্ন দলিয় ও ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি। দেশ স্বাধীনের পর মেহেরপুরে প্রথম কোন মন্ত্রী হলেন ফরহাদ হোসেন। মন্ত্রী পরিষদের যোগদানের পর এবার দিয়ে তিনি চতুর্থবারের মত নিজ জেলায় সফর করবেন।