মেহেরপুর নিউজ:
বয়স ৭০ এর কাছাকাছি দীর্ঘদিন ধরে মেহেরপুর হোটেল বাজারে দিনমজুরের কাজ করে তিন কাঠা জমির উপর তিন রুম বিশিষ্ট একটি বাড়িও বানিয়েছিলেন একটু শান্তিতে থাকার আশায়। রয়েছে দুইটি ছেলে সন্তান সারা জীবন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহের পর বৃদ্ধ বয়সে ছেলেদের উপার্জিত টাকায় পায়ের উপর পা তুলে সুখে শান্তিতে থাকার কথা থাকলেও ছেলেরাই করলেন সবচেয়ে বড় প্রতারণা।
বলছিলাম মেহেরপুর শহরের নতুন পাড়া এলাকার মৃত নূর বক্সের ছেলে জামিলের (৭০) কথা। বৃদ্ধ জামিল বলেন দীর্ঘদিন মেহেরপুর হোটেল বাজারে দিনমজুরের কাজ করেছেন তিনি। বয়সের ভারে এবং শারীরিক অসুস্থতায় এখন আর কাজ করতে পারেন না। তাই তাকিয়ে থাকতে হয় ছেলেদের মুখের দিকে, বড় ছেলে আশরাফুল(৪০) ও ছোট ছেলে মিন্টু(৩০) তাদের ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে বছরখানেক আগে বাড়িসহ জমি লিখে নিয়েছে নিজেদের নামে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বেরিয়ে এসেছে ছেলেদের আসল রূপ, ভরণপোষণ ঔষধ পালাতো দূরের কথা দুবেলা-দুমুঠো খেতেও দেয়না ছেলেরা।
তাই বাধ্য হয়ে এখন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে জীবন যাপন করতে হচ্ছে। তিনি আরো বলেন ছেলেরা বাড়িসহ জমি বিক্রির হুমকি দিচ্ছেন তিনবেলা। জামিলের স্ত্রী আবিষ্কার খাতুন বলেন মায়ের দায়িত্ব এক ছেলের এবং বাবার দায়িত্ব আরেক ছেলের থাকলেও কেউই দেখছেনা তাদের। বাড়িতে রয়েছে একটি অসুস্থ মেয়ে। তিনি আরো বলেন এই বাড়ি বিক্রি করে দিলে স্বামী আর মেয়েকে নিয়ে রাস্তায় থাকা ছাড়া কোনো পথ নেই। এলাকাবাসীর সাথে কথা বলে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে।