বর্তমান পরিপ্রেক্ষিত

ছাত্র-জনতা মৈত্রী সফরে প্রতিনিধি দল মেহেরপুর আসছেন

By মেহেরপুর নিউজ

September 09, 2024

মেহেরপুর নিউজ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগের ছাত্র-জনতা মৈত্রী সফরে প্রতিনিধি দল মেহেরপুর আসছেন। রাতে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধী মেহেরপুর পৌঁছার কথা।

প্রতিনিধি দলের সদস্য আগামীকাল ছাত্র নাগরিক মত বিনিময় স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করার কর্মসূচি রয়েছে। প্রতিনিধি দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগের ছাত্র-জনতা প্রতিনিধি দলে ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজ, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, শহিদুল ইসলাম শুভ, বাবু খান এবং জান্নাত রয়েছেন।