গাংনী প্রতিনিধি :
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ এর আপ্যায়ন বিষয়ক সম্পাদক হলেন মেহেরপুরের সন্তান রাইসুল হক।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান। দলের কাউন্সিলের প্রায় তিন মাস পর সংগঠটির ১১৫ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়।
এই কমিটিতে আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেহেরপুরের গাংনী এলাকার সন্তান রাইসুল হক । তিনি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন (৫ নং ওয়ার্ড) কোদাইলকাটি গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
তিনি এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেহেরপুর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন (২০২০ – ২০২২ মেয়াদে) । ২০২২– ২০২৪ মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।