শাকিল রেজা ও শের খান,২৯ নভেম্বর:
শেখ হাসিনার সরকারকে ফের ক্ষমতায় আনতে হলে ছাত্রলীগের সকল নেতা কর্মিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বুধবার মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
কেন্দ্রীয় সভাপতি বলেন, ছাত্রলীগের রাজনীতি করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশের উন্নয়নে ও নেতৃত্বের প্রয়োজনে শিক্ষার বিকল্প নেই।
অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। ছাত্রলীগ থেকে নেতৃত্ব সৃষ্টি হয়। নেতৃত্ব বিকাশে রাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্ব সৃষ্টি করতে হবে।
সম্মেলনের আগে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে নেতা কর্মিরা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সম্মেলনে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রসুল, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এম এএস ইমন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, কেন্দ্রী নেতা অমিত হাসান, নাজমুল হাসান, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস,সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ। এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২য় পর্বের কমিটি গঠনের আলোচনা শেষ করে কমিটি ঘোষনা পরে করা হবে মুজিবনগর ত্যাগ করেন।