মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগ মেহেরপুর কেয়া স্টোরের সৌজন্য মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লীগে ২০১৩ সালের ব্যাচ,২০১৪ সালের ব্যাচ, ২০০৪ সালের ব্যাচ
২০০২ সালের ব্যাচ, ২০০৭ সালের ব্যাচ
এবং ২০০৬ সালের ব্যাচ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
শনিবার সকালে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় ২০১৩ সালের ব্যাচ ২৬ রানে ২০১০ সালের ব্যাচকে, ২য় খেলায় ২০১৪ সালের ব্যাচ ৯ রানে ২০০৭ সালের ব্যাচকে, ৩য় খেলায় ২০০৪ সালের ব্যাচ ৩৮ রানে ২০০৯ সালের ব্যাচকে।চতুর্থ খেলাই ২০০২ সালের ব্যাচ ৪০ রানে ২০১১ সালের ব্যাচকে, পঞ্চম খেলায় ২০০৭ সালের ব্যাচ ৫৫ রানে ১৯৯৯ সালের ব্যাচকে এবং ষষ্ঠ খেলায়ন ২০০৬ সালের ব্যাচ ১৯ রানে ২০১৩ সালের ব্যাচকে পরাজিত করে।