ক্রিকেট

ছহিউদ্দিন স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লীগে ২০০৮ ব্যাচ নাটকীয়ভাবে জয়ী

By মেহেরপুর নিউজ

April 12, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েসের ৮৩ রাণের ঝড় উইনিংসে ১১৩ রান করার পরও রুদ্ধশ্বাস ম্যাচে ইমরুল কায়েসের দল ২০০২ ব্যাচ পরাজিত হয়েছে।

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগ মেহেরপুর কেয়া স্টোরের সৌজন্য মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লীগের ২য় খেলায় ২০০৮ ব্যাচ নাটকীয়ভাবে জয়লাভ করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত খেলায় ২০০৮ ব্যাচ ৭ উইকেটে ইমরুল কায়েসের দল ২০০২ ব্যাচকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দল ২০০২ ব্যাচ নির্ধারিত ৮ ওভার ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিং সুবাদে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে.। দলের পক্ষে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস ২৭ বলে ১১টি ৬ এবং ২টি ৪ এর সুবাদে সর্বোচ্চ ৮৩ রান করেন। ২০০৮ এর সেতু ও চয়ন ১টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২০০৮ ব্যাচ ৭.৫ ওভারে ৩’উইকেট হারিয়ে নাটকীয়ভাবে জয়লাভ করে।২০০৮ ব্যাচের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান। ৭ম ওভারে অলরাউন্ডার জিকোর বলে ২০ রান নেওয়ার পর শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। শেষ পর্যন্ত একবল হাতে রেখেই ২০০৮ জয়ের বন্দরে পৌঁছে যায়।