মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগ মেহেরপুর কেয়া স্টোরের সৌজন্য মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লীগে স্বাগতিক ২০০৪ ব্যাচ জয়লাভ করেছে।
শুক্রবার সকালে অনুষ্ঠিত খেলায় ২০০৪ ব্যাচ ৭ উইকেটে ২০১৫ ব্যাচকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ২০১৫ নির্ধারিত ৮ ওভার ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে.। দলের পক্ষে ডালিম সর্বোচ্চ ৩৭ রান করেন।
২০০৪ এর মিলন ও রাকিব দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২০০৪ ব্যাচ ৭ ওভার জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক রাসেল সর্বোচ্চ ৪০ রান করে। ২০১৫ এর অভি ও কাব্য একটি করে উইকেট দখল করেন। বিজয়ী দলের রাসেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।