তারিক-উল ইসলাম:
হাতের অাঙুল কড়া নাড়ে- আছো ?
হল্লা যেন, মহল্লাতে- বাঁচো ।
খিড়কি দুয়ার, কপাট খুলে রাখি;
সাড়া পেলেই রঙ-তুলি নিই, আঁকি ।
তখনও চাঁদ দিচ্ছে জানান- আছি;
গাছ পেরিয়ে, মাঠ ছাড়িয়ে- মাছি ।
সবুজ জলে ভৈরবী সুর ভাসে
যেতে গিয়েও আবার ফিরে অাসে ।
দ্বৈরথে রয় মাদল আমার, জানি;
চলতে পথে ভুল করে মন, মানি ।
তবু কেন স্বপ্নডিঙা টানি !
খুনসুটি শেষ, অশেষ দিনের গ্লানি ।
চাঁদের বাড়ি জলবসতি ঘরে !
ওড়না মেঘের, বাতাস ছুঁয়ে ওড়ে।
চোখের নিদাঘ নিদাঘই রয়, পোড়ে ;
রয় দ্বৈরথ মেলার কাঁকন, ঘোরে।
তবুও মেঘ জলজ রাখী হাতে
জল হয়ে রয়, থাকে জলের সাথে ।
চড়ুই ভোরে মেঘের পাখি ডাকে
বিলীন নীলে নতুন ছবি আঁকে ।
* ৭ জলাই, ঢাকা ।