বর্তমান পরিপ্রেক্ষিত

চৌগাছা নুরবাগ এতিমখানায় ঈদ পোশাক বিতরণ

By Meherpur News

March 29, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ছাত্র ও শিক্ষকদের পক্ষ থেকে চৌগাছা নুরবাগ এতিমখানার ছেলেদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে চৌগাছা নুরবাগ এতিমখানার ছেলেদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম উপস্থিত থেকেচৌ গাছা নুরবাগ এতিমখানার ছেলেদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেন। এসময় শিক্ষক সাজিদুর রহমান, শামীম, ফয়সাল আহমেদ, ফিরোজ আহমেদ, মুজিবুল, ছাত্র তাসকিন, বাদশা, সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।