অতিথী কলাম

চোগলখোরী হতে বেঁচে থাকার উপায়

By মেহেরপুর নিউজ

November 23, 2024

ড. মুহাম্মদ বেলায়েত হুসাইন-

চোগলখোরী থেকে বেঁচে থাকার উপায় গীবত থেকে বেঁচে থাকার উপায় সমূহের অনুরুপ, প্রিয় পাঠক অনুগ্রহ করে গীবত বেঁচে থাকার উপায় প্রবন্ধে দেখে নেবেন।

গীবত ও চোগলখোরী জবান দ্বারা সংঘটিত এমন দুটি বড় গুনাহ যার কারণে কী আপন কী পর পরস্পরের মধ্যে সৃষ্টি হয় মতানৈক্য, ফিতনা-ফাসাদ, হিংসা-বিদ্বেষ, শত্রুতা এবং দুশমনী। বিনষ্ট হয় পারস্পারিক ভালবাসা, মহব্বত, ভ্রাতৃত্ববোধ ও হৃদ্যতা । অনেক সময় একজনের সঙ্গে আরেকজনের কোন্দল, এরপর মারামারি পর্যন্ত সংঘটিত হয়। কারণ যার গীবত করা হয়েছে বা যে চোগলখরীর শিকার, সে যদি এটা শোনে, তা হলে সে গীবতকারীকে বা চোগলখোরকে অপমান ও লাঞ্ছিত করার চেষ্টা করে। যদি ক্ষমতা থাকে, তা হলে নৃশংসভাবে প্রতিশোধ নিয়েও ছাড়ে। পরস্পর বিবাদের কারণে ঝগড়া-লড়াই, মামলা-মুকাদ্দমা পর্যন্ত হতে থাকে। এমনকি আত্মীয়তার সম্পর্কও ছিন্ন হয়ে যায়। ফলে পরস্পরের মাঝে সুখ-শান্তি নষ্ট হয়। সর্বপরি সামাজে শান্তি শৃংখলা ও ভারসাম্য বিনষ্ট হয়। গীবতকারী ও চোগলখোর দুনিয়াতে যেমন হয় লাঞ্ছিত ও ধিকৃত আর পরকালেও হবে  জান্নাত থেকে বিতাড়িত। আমাদের সব সময় আল্লাহ তা’য়ালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আমরা যেন গীবত ও চোগলখোরীর মতো জঘন্য সামাজিক ব্যাধিতে নিমজ্জিত না হই। এ ক্ষেত্রে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে সর্বাগ্রে। হাদীসে এসেছে, মুমিনের জিহ্বা অন্তরের পিছনে থাকে। কথা বলার আগে অন্তরে চিন্তা করে, এর পর কথা বলে। মোনাফেকের জিহ্বা থাকে অন্তরের আগে। সে চিন্তা ভাবনা ছাড়াই যা মনে চায় বলে দেয়। (এহইয়াউ উলুমিদ্দীন)

আল্লাহই সর্বজ্ঞ।

মহান আল্লাহ তা’য়ালা আমাদেরকে গীবত ও চোগলখোরীর মত লাগামহীন এই গুনা সমুহের ভয়াবহতা ও কদর্যতা উপলব্ধি করে এ থেকে বাঁচার উপায়সমূহের উপর আমল করার তৌফিক দিন। (আমিন)

সংকলকঃ লেখক ও গবেষক।