মাসুদ অরুন:
জীবন কে যতবার ডেকেছি,
মৃত্যু ততবার উঁকি দিয়ে গেছে
আজ আর জীবনের গল্প নয়।
মেঘে মেঘে বারুদ গন্ধে আকাশ ভারী
মৃত্যুকে তাড়িয়ে ফিরছি আমি,
পচাগলা মৃত্যু চাই না,
যে মৃত্যু গো-ভাগাড়ে শেয়ালে শকুনে খাবে।
খুদিরাম প্রীতিলতা সূর্যসেন,
যারা ছিলো বাহান্নের সন্তান, জনরণ্যে
আসাদের রক্তমাখা শার্ট,
একাত্তর খুনে জাগানিয়া স্বপ্ন ভবিষ্যৎ,
উল্টো রথ থেকে ঘুরে দাড়ানো মানুষ
অগ্রভাগে নূর হোসেন।
স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক।
চে,বলো কতটা পথ পেরুলে পথিক,
চে, বলো কত সংগ্রামে মানুষ হবো।
চে ‘র ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে লেখা
লেখক: জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য