নিউজ ডেস্ক,২৬ মার্চ:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভটভটিতে ট্রাকের ধাক্কায় নিহতর সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ৯ জনকে। হতাহতরা সবাই ভটভটির যাত্রী। তাদের বাড়ি দামুড়হুদার বড় বলদিয়া গ্রামে।
নিহতরা হলেন আব্দুর রহিমের ছেলে আবদার আলী (৪৫), ঠান্ডু মণ্ডলের ছেলে বিল্লাল হোসেন (৩৬), ইন্নাল হোসেনের ছেলে আকুব্বর হোসেন (৪৮), গোলাম হোসেনের ছেলে ইজ্জত আলী (৪২), কিতাব আলীর ছেলে নজির হোসেন (৩৬), গাজির উদ্দিনের ছেলে মোহাম্মদ শান্ত (৩৮), বাবুল আক্তারের ছেলে হাফিজুল রহমান (৩৫), ফিরোজ আলীর ছেলে শফিকুল রহমান (৩৭), কানাই মণ্ডলের ছেলে লাল মোহাম্মদ (৪৫) রমজান আলীর ছেলে রফিকুল আলম (৪০), ভোলাই মণ্ডলের ছেলে বিল্লাল হোসেন (৩৯), খোদা বকসের ছেলে জজ মিয়া (২৮) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ শাহীন (২৫)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাজিবুল ইসলাম বলেন, “চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল ও রফিকুলের মৃত্যু হয়। ”
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রবিবার সকাল ৭টার দিকে উপজেলার জয়রামপুরে বটতলা এলাকার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।