চুয়াডাঙ্গা প্রতিনিধি, ১৫ মে: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের কাছে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেলে থাকা ছেলে আবু তালহা আহত হন। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান একই উপজেলার নেহালপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। আহত আবু তালহা ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানায়, সকালে তার পিতা হাফিজুর রহমান ও সে মোটরসাইকেযোগে হিজলগাড়ী বাজারে যাচ্ছিল। এসময় হিজলগারী বাজারে পৌঁছানোর আগেই পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পিতা-পুত্র উভয়ে মোটরসাইকেলের থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কানিজ নাঈমা হাফিজুরকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে আবু তালহাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দূর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।