চুয়াডাঙ্গা প্রতিনিধি:
‘কাঁঠাল মোদের জাতীয় ফল, বাড়ে পুষ্টি বাড়ে বল’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় কাঁঠাল খাওয়া উৎসব ও রেসিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গার আয়োজনে এ উৎসবে সহযোগিতা করে সদর উপজেলা পরিষদ, চুয়াডাঙ্গা পৌরসভা এবং তারাদেবী ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।