মেহেরপুর নিউজ ডেক্স:
চুয়াডাঙ্গায় শহিদ উদ্দিন নামে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার বেগমপুর গ্রামে। গত ১৮ এপ্রিল তিনি ঢাকা থেকে চুয়াডাঙ্গায় পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। তিনি তথ্য গোপন করে এলাকায় অবাধে ঘোরাফেরা করেছেন। বিষয়টি জানাজানি হলে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সোমবার রাত ১১টার দিকে তার বাড়িসহ ওই মহল্লা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করেছে প্রশাসন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, শহিদ উদ্দিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। তার পরিবার তাকে গত ১৩ এপ্রিল ঢাকা শেরে বাংলানগর কিডনি হাসপাতালে ভর্তি করে। ১৫ এপ্রিল শারীরিক অবস্থা দেখে সন্দেহ হলে তার দেহের নমুনা আইইডিসিআরে পাঠায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক। পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানায় আইইডিসিআর।
পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার্ড করে কিডনি হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে না গিয়ে তিনি ১৮ এপ্রিল চুয়াডাঙ্গায় পালিয়ে আসেন। গতকাল সোমবার বিষয়টি জানাজানি হলে রাতেই তার বাড়ি গিয়ে চিকিৎসার কাগজপত্র দেখে করোনায় আক্রান্ত বিষয়টি নিশ্চিত হয় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। পরে তার বাড়িসহ ওই মহল্লা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে প্রশাসন। তাকে বিশেষ ব্যবস্থায় আবারও ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া আজ তার পরিবার ও বাড়িতে আসা যাওয়া লোকজনদের দেহের নমুনা সংগ্রহ করার পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গাতে প্রথম ইতালি ফেরত যুবক সাব্বির হোসেনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। চুয়াডাঙ্গায় এনিয়ে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তবে,গত ৩১ মার্চ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ইতালি ফেরত ওই যুবক।