চুয়াডাঙ্গা প্রতিনিধি,১২ জুন: চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজ দিয়ে সব ধরণের ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার দুপুরে ব্রিজের দুই প্রান্তে পিলার পুঁতে বড় ধরণের যানবাহনের পথ রোধ করে দেয়া হয়। এর আগে মঙ্গলবার বিকালে ব্রিজের মাঝ বরাবর গর্তের সৃষ্টি হলে এ ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে জরুরী নিষেধাজ্ঞা আরোপ করে সড়ক বিভাগ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে মাথাভাঙ্গা ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় এর একটি অংশে গর্তের সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। সাথে সাথে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের অফিসে। পরে সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। ব্রিজের অবস্থা বিবেচনা করে কর্মকর্তা ব্রিজের উপর দিয়ে ১০ টনের অধিক যানবাজন চলাচল বন্ধ ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সড়ক বিভাগের একটি সূত্র জানায়, বর্তমানে মেহেরপুর-চুয়াডাঙ্গা হয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও যশোর রুটের সব ভারী যানবাহনকে ভালাইপুর মোড় ঘুরে আলমডাঙ্গা দিয়ে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ও হাটবোয়ালিয়া রুটের ভারী যানবাহনকেও বিকল্প পথে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদম আলী জানান, ২০১৫ সালের ২৫ অক্টোবর ব্রিজটির মাঝ বরাবর অপর অংশে গর্ত ও ফাটল দেখা দেয়। সেসময় সেখানে মেরামত করে ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টানানো হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সাধারণ মানুষ সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল শুরু করেন। বর্তমানে ব্রিজের যে অবস্থা তাতে নতুন ব্রিজের বিকল্প নেই। এজন্য এ ব্রিজ দিয়ে ১০ টনের অধিন যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই একই এলাকায় নতুন একটি ব্রিজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঠিকাদারকেও কার্যাদেশ দেয়া হয়েছে। অচিরেই এ ব্রিজের কাজ শুরু হবে।