চুয়াডাঙ্গা থেকে জামান আখতার, ১৫ জুলাই: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে বোমা বানানোর সময় বিস্ফোরণে আব্দুল হাকিম (৪০) নামে এক যুবক আহত হয়। সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। সে ধান্যঘরা গ্রামের মৃত আবু বকরের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, সোমবার সকালে আব্দুল হামিকের বসত ঘরের মধ্যে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা ঘরের মধ্যে থেকে ক্ষত বিক্ষত অবস্থায় হাকিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট এহসানুল হক তন্ময় জানান, বিস্ফোরিত বোমার আঘাতে হাকিমের মাথা ও বাম পায়ে মারাক্তক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী বা ঢাকাতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, জখম আব্দুল হাকিমের নামে দামুড়হুদা থানায় একটি মামলা আছে। এছাড়া সে বেশ কিছুদিন ধরে বোমা বানিয়ে সন্ত্রাসীদের সরবরাহ করতো বলে তথ্য পাওয়া গেছে।