আলামিন হোসেন। বয়স মাত্র ১৯। বয়স ১৯ হলেও চুরি বিদ্যায় ভয়ংকর পটু আলামিন। ১৭ নং চুরির পর সে পুলিশের হাতে ধরা পরেছে।
পরে আদালতে সে ১৭ টি চুরির কাথা স্বীকার করেছে বলে জানা গেছে।
সে মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের খোকনের ছেলে। বৃহস্পতিবার বিকালে আলামীন হোসেন মেহেরপুর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক মোঃ শাহীন রেজার আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোত্তি প্রদান করে। অতি সম্প্রতি মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে যায়। এর মধ্যে উলেখ্যযোগ্য ছিল ওয়াপাদা সড়কে মিয়া ফার্মেসি, একই এলাকায় নিলুফার ইয়াসমিন রূপার বাড়ি, কলেজ মোড় এলাকায় গ্রাম বাংলার দোকান ,সহ বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠান এ চুরির ঘটনায় সি সি ফুটেজ দেখে গত মঙ্গলবার এস,আই আসিকের নেতৃত্বে শহরের স্টোডিয়াম পাড়া এলাকা থেকে তাকে আটক করেন। পরে জিঙ্গাসাবাদের এক পর্যায়ে আলামীন ১৭ টি চুরির কথা স্বীকার করে বলে জানা যায়। মেহেরপুর নিউজকে আলামীন জানায় তার মামীর বাড়ি প্রথম চুরির ঘটনা ঘটায়, সেখানে বেশ কিছু অলংকার চুরি করে। পর্যায় ক্রমে সে অন্য চুরির ঘটনা গুলো ঘটায়।
# নিজস্ব প্রতিনিধি #