চুয়াডাঙ্গা প্রতিনিধি:
পুনরায় চুয়াডাঙ্গাকে লকডাউন করার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি খারাপ হলে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৩ হলেও এ্যক্টিভ মাত্র ৩৫ টি।
তাদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে সুস্থ হয়েছেন ১২ এবং ২৩ জন হোম আইসোলেশনে। সে হিসেবে চুয়াডাঙ্গা তে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।
এদিকে কয়েকটি অনলাইনে চুয়াডাঙ্গা লকডাউন বলে নিউজ প্রকাশিত হয়েছে। তবে প্রশাসন চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, এখনও পর্যন্ত চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি কোনো নির্দেশনাও আসেনি। তবে সরকারি নির্দেশনা আসলে লকডাউন করা হতে পারে।