চুয়াডাঙ্গা প্রতিনিধি:
পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য চুয়াডাঙ্গা সদরের ১নং আলোকদিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম এর উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রত্যন্ত এলাকায় জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ কে বিট পুলিশিংয়ের অফিস হিসেবে উদ্বোধন করা হয়। এই ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং এর দায়িত্ব দেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানার এস আই আহসান আলাম এবং এ এস আই দীপন নাথকে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব তারেক, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কনক, অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা আবু জিহাদ ফকরুল আলম খান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন।
অফিস উদ্বোধন এর আগে প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম মতবিনিময় সভায় বলেন,পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য চুয়াডাঙ্গা এর ৫ টি থানায় পুলিশ সদস্যদের নিয়ে পর্যায়ক্রমে চালু করা হবে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়!
পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি শ্রদ্ধেয় ড. বেনজীর আহমেদের স্যারের আদেশ অনুযায়ী, খুলনা রেঞ্জের ডিআইজি স্যারের নির্দেশনা অনুযায়ী, চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো।
পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম এর অফিস করা হবে।তিনি আরো বলেন,এলাকায় সামাজিক অপরাধ প্রতিরোধে যেমন, বাল্য বিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের যৌণ নিপিড়নের বিরুদ্ধে সোচ্ছার হওয়া, মাদক প্রতিরোধ ও মাদক ব্যবসায়িদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগীতা করা, স্থানীয় বিবাদ মিমাংসা (অধরতব্য অপরাধ) নিরসন করে জনগনের সেবা প্রদানে বিট পুলিশিং কার্যক্রম সর্বদা সচেষ্ট থাকবে।প্রত্যন্ত এলাকাতে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বসে, আলোচনা করে পুলিশের সেবা গতিশীল করা; যেন গ্রাম্য দালালচক্র ও অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি করা হবে।