মেহেরপুর নিউজঃ
চুয়াডাঙ্গা জেলায় আটককৃত মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাদ্যগুদামের ১২৬৬ বস্তা সরকারী চালের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি মেহেরপুরের জেলা প্রশাসক বরাবর তাদের ৪৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্ত কমিটির ৯ জন প্রকল্প সভাপতি সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেন।
গত ৮ জুন গাংনী উপজেলার কিছু সরকারি চাল চুয়াডাঙ্গা জেলায় জব্দ যাওয়ার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটি প্রেরিত পর্যালোচনা হুবহু তুলে দেয়া হলো :-চুয়াডাঙ্গা জেলার জব্দকৃত মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাদ্যগুদামের ১২৬৬ বস্তা সরকারের বিষয়ে তদন্তে উপস্থিত প্রকল্প সভাপতিরগনের বক্তব্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, গাংনী খাদ্যগুদাম, মোঃ মতিয়ার রহমান বিশ্বাস এর লিখিত বক্তব্য পর্যালোচনা করে প্রতীয়মান হয়, চুয়াডাঙ্গা জেলায় আটককৃত চাল গাংনী খাদ্য গুদাম থেকে ২০১৯-২০২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা খাদ্যশস্য) কর্মসূচির কর্মসূচির আওতায়(১ম পর্যায়) সংসদ সদস্যের অনুকুলের নন সোলার খাতে খাদ্যশস্য (চাল) এর আওতায় অনুমোদিত ও ১৩টি প্রকল্পের মধ্যে হতে ৯ প্রকল্পের অনুকূলে ছাড়কৃত চাল। উক্ত প্রকল্প সমূহের বরাদ্দ তালিকা পর্যালোচনা করে দেখা যায় উল্লেখিত ৯টি প্রকল্পের বিপরীতে মোট ১১২,৫৫৫মে:টন চাল বরাদ্দ রয়েছে।
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা -খাদ্যশস্য) নগদ টাকা কর্মসূচি নির্দেশিকা ২০১৪ এর ৩ (ঙ),(চ)অনুযায়ী পর্যালোচনা করে দেখা যায় “বর্ষণের ফলে নির্মিত রাস্তার মাটি যাহাতে সরিয়ে যাইতে না পারে তার জন্য রাস্তার উভয় দিকে পাকা ওয়াল নির্মাণের ক্ষেত্রে এবং প্রয়োজনে এইচ বিবি (ইটের রাস্তা নির্মাণ) করনের ক্ষেত্রে ৬০% ভাগ পর্যন্ত খাদ্যশস্য বিক্রয় করা যাইবে “উক্ত নটি প্রকল্পের মোট বরাদ্দ ১১২,৫৫৫ মেট্রিক টন এর ৬০% ৬৭,৫৩৩ মে,টন খাদ্যশস্য নগদায়ন করার সুযোগ রয়েছে।
তদন্ত প্রতিবেদনের সার্বিক মন্তব্য সুপারিশ সমূহ তুলে দেওয়া হল। অত্র তদন্ত কমিটি কর্তৃক শুধুমাত্র সরকারি চাল বিক্রয়ের কোন অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হয়। গৃহীত প্রকল্প বাস্তবে রয়েছে কিনা অথবা সঠিকভাবে প্রকল্প গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা কমিটির কার্যপরিধির আওতায় ছিল না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গাংনী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্যগুদাম, গাংনী কর্তৃক সরবরাহকৃত সকল তথ্য-উপাত্ত প্রকল্প কমিটির সভাপতিদের বক্তব্য এবং বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করা হয়। সার্বিক বিবেচনায় প্রতীয়মান হয় যে, প্রকল্প বাস্তবায়নে, প্রকল্প সভাপতিগনের প্রকল্প কমিটির সদস্যদের এবং স্থানীয় উপকারভোগীদের অবগত করার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। সে কারণে জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী বরাদ্দ কত চালের ৬০% ভাগ বিক্রি করে নগদায়ন করার সুযোগ রয়েছে এবং প্রকল্প সভাপতিগণ স্বীকার করেছেন যে তারা তার বিক্রয় করেছেন যা আইনসিদ্ধ। তবে, প্রকল্পসমূহ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং কোন অনিয়ম যেন না হয় সে বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে নির্দেশ দেওয়া যেতে পারে।