মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মৃত্যুবরণ করলেন মেহেরপুর জেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এস এম আসাদুল ইসলাম।
রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এম আসুদুল ইসলাম মৃত্যুবরণ করেন। আসাদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের বাসিন্দা। গত ২৫ ডিসেম্বর মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় এস এম আসাদুল ইসলাম মারাত্মক আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পরে ঢাকা রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা জানাজায় অংশগ্রহণ করেন।