মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় ঝন্টু হোসেন (৩৫) নামে এক যুবক রোগীর মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ তুলেছেন ডাক্তারের বিরুদ্ধে। স্বজনদের তোপের মূখে হাসপাতাল কতৃপক্ষ।
শনিবার বিকালের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঝন্টু হোসেন মেহেরপুর সদর উপজেলার স্টেডিয়াম পাড়ার দীন মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জান গেছে, সদর উপজেলার স্টেডিয়াম পাড়ার দীন মোহাম্মদের ছেলে ইউনিলিভার কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ঝন্টু রাইপুর গ্রামের একটি দোকানে মাথা ঘুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঝন্টু পরিবার ও স্থানীয়রা এসময় অভিযোগ করে ইমার্জেন্সিতে করতব্যরত ডা.ওয়াদুদুর রহমান আদা ঘন্টা কোন চিকিৎসা দেইনি। আদা ঘন্টা পর একটি ইনজেকশন দেওয়া হলে ৩-৪ মিনিট পর ঝন্টুর চেহারা কালো হয়ে মারা যায়।
এবিষয়ে ডা. আলোক কুমার বলেন, রোগীর অস্বস্তি লাগছিলো এ জন্য একটা ইনজেকশন দেওয়া হয়েছিলো সেই সাথে গ্যাসের ইনজেকশন দিয়েছিলো কিন্তু সে তো আমাদের কোন সময়ই দেইনি। এরকম ঘটনা ঘটতেই পারে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।