অন্যান্য

চায়ের দোকানে পানি খেতে চাওয়ায় বিপত্তি

By মেহেরপুর নিউজ

April 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ এপ্রিল: চায়ের দোকানে পানি চাওয়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর নামের এক ব্যাক্তির শরীর গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে দোকানী। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে ওই ঘটনা ঘটে।

আহত ইদ্রিসআলী জানান, সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ইদ্রিস আলী নুরপুর মোড়ের চায়ের দোকানদার বোরহানের ছেলে টাবলুর কাছে পানি খেতে চায়। ওই ঘটনায় দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে টাবলু ইদ্রিসের শরীরের কেটলি বোঝাই গরমপানি ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।