বর্তমান পরিপ্রেক্ষিত

চাকুরী জাতীয়করণের একদফা দাবিতে নকল নবীশদের আমরণ অনশন কর্মসূচি

By মেহেরপুর নিউজ

November 25, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ চাকুরি জাতীয়করণের একদফা দাবিতে ২য় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছে।

সোমবার দুপুরের মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে চত্বরে বাংলাদেশ নকল নবিশ এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ অনশন কর্মসূচি পালন করে।

বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশনের সুমির নেতৃত্বে অনুষ্ঠান চলাকালীন সেখানে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মাবুদ হোসেন, মোঃ ইমরান,মোঃ হাফিজ আল আসাদ, মোছাঃ মাহমুদা আক্তার সুমি,রোজিফা আক্তার রোজি, মোঃ রিয়াদ উজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, নকল নবীশরা সরকারি কোন বেতন ভাতা পান না।

সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবীশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লিখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লিখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব বলে মনে করেন।