মেহেরপুরে পপুলার ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি আশরাফুজ্জামান কানন দির্ঘ ২২ ঘন্টা অনশন করার পর চাকরি ফিরে পেলেন। চাকরি ফিরে পাওয়ার পরই সে শরবত পান করে অনশন ভঙ্গ করে।
বুধবার বিকালে পপুলার ফার্মাসিউটিক্যালস এর প্রধান কার্যালয়ের এইচ আর এ্যাডমিন মোহাম্মদ রিপন মোবাইল ফোনে তার ফিরে পাওয়ার নিশ্চয়তা দেন।
প্রসঙ্গত, বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে সে অনশন শুরু করে। তার দাবি তাকে বিনা কারণে মোবাইল ফোনের মাধ্যমে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
তার এ অনশনের ভিডিও চিত্র ও সংবাদ মেহেরপুর নিউজ প্রকাশ করে। মেহেরপুর নিউজের প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হলে কতৃপক্ষের দৃষ্টিগোচর হয়। অনশনকালে কালে কানন চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছিল। প্রয়োজনের তার ছয় মাস বয়সী সন্তানকেও সে অনশনের সঙ্গী করার হুমকি দিয়েছিল।
(অনশন ভঙ্গের মুহুর্ত দেখতে পুরো ভিডিওটি দেখুন)
অনশনের সংবাদটি দেখতে নিচে লিংকে ক্লিক করুন