মোঃ আব্দুর রহমান(পিয়ার):
============================
মুজিব বর্ষে আলোকিত আজ সোনার বাংলাদেশ,
চারিদিকে আজ বিজয় ধ^নি এগিয়ে চলেছে দেশ।
যমুনার বুকে জেগেছে সেতু অনেক বছর আগে,
মাওয়ার পাড়েতে জাগছে সেতু পদ্মা নদীর বুকে।
ছোট-বড় সব শহরগুলোতে উঠছে উড়াল সেতু,
যাত্রাপথে সময় বাঁচাতে জনগন পেলো হেতু।
গোয়ালন্দের এপার বাসী ভুগছে নদীর কূলে,
দ্বিতীয় পদ্মা সেতুর ¯^প্ন পাটুরিয়াতেই ভাবে।
নব উদ্যমে স্বপ্ন হৃদয়ে গোযালন্দের যাত্রী,
মুজিব বর্ষে উদার চিত্তে শুনিবে আসার বানী।
কোমল মনেতে সেতুটার তরে ঘোষনাটা যদি আসে,
মুজিব বর্ষ সারা জগতে আরো স্মরনীয় হবে।