আইন-আদালত

চাঁদাবাজীর অভিযোগে ৫ পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

By মেহেরপুর নিউজ

June 09, 2019

মেহেরপুর নিউজ, ৯ জুন :

চাঁদা চাওয়ার অভিযোগে মেহেরপুরে ৫ পুলিশ সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার মেহেরপুর আদালতে মামলাটি দায়ের করেন গাংনী উপজেলার করমদী গ্রামের আব্দুল হান্নান। আদালত মামলাটি পিবিআই কুষ্টিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আব্দুল হান্নান করমদী গ্রামের মৃত আপেল উদ্দীনের ছেলে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমান। মামলার বাদী ও আদালত সূত্র জানায়, গত ২০/১১/১৮ ইং তারিখে ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অপরাধে তৎকালিন বামুন্দী পুলিশ ক্যাম্পের এসআই মকবুল হোসেন, এএসআই এনামুল, মুস্তাক আহমেদ (আরও-১), কনষ্টেবল পান্না শিকদার ও গোপাল চন্দ্র সহ স্থানীয় ১২ জনের বিরুদ্ধে মেহেরপুর আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

বাকি আসামী হলো মৃত আঃ কুদ্দুসের ছেলে মাগরিব, আনারুল মেকারের ছেলে শরিফুল, আমির কসাইর ছেলে সাহারুল, জামরুলের ছেলে টিপু, আয়ুবের ছেলে আবেদ, শরিফুলের স্ত্রী স্বপ্না, মৃত ফইমদ্দিনের ছেলে আনার মেকার।

মামলা নং সিআর ২০৭/১৯। মেহেরপুর আদালতের বিচারক শাহিন রেজা মামলাটি আমলে নিয়ে পিবিআই কুষ্টিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য : ২০/১১/১৮ ইং তারিখ মঙ্গলবার ভোর রাতে গাংনী উপজেলার করমদি খুশির বিল কবর স্থানের পাশ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শূর্টারগান ও চার কেজি গাঁজাসহ আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। সেই সময় ঘটনাটি সাজানো বলে দাবি করেছিলো হান্নানের পরিবার।