মেহেরপুর নিউজ:
চাঁদাবাজির মামলায় মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল সহ চারজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে মুজিবনগর কমপ্লেক্স এলাকা থেকে আরিফুল এনাম বকুলকে আটক করা হয়। আরিফুল এনাম বকুল মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নিজাবত মিয়ার ছেলে এবং মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক।
জানাযায়, মুজিবনগর থানার মামলা নং-০১,তারিখ-০৬ সেপ্টেম্বর, ২০২৪ ধারা -১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৪১/ ৩৮৫/ ৩৮৬/ ৩৮৭/ ৫০৬/ ১১৪/৩৪ পেনাল কোড এর আসামী হিসাবে আরিফুল এনাম বকুলকে আটক করেন।
এর আগে রাতে মুজিবনগর থানা এসআই মোঃ কামরুজ্জান জিয়া, এসআই আশরাফুল ইসলাম, এসআই নাজমুল ইসলাম, এসআই কৃষ্ণ কমল রায়, এসআই মিলন কুমার এএসআই মনজুরুল ইসলাম এএসআই সোহেল রানা, এএসআই উকিল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মুজিবনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মুজিবনগর থানার মামলা নং-০১ এর আসমী হিসাবে মুজিবনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শিবপুর গ্রামের শরিয়ত শেখের ছেলে আরজ আলী, বাগোয়ান ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সোনাপুর গ্রামের ওমর আলীর ছেলে আলতাফ হোসেন এবং মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাজনপুর গ্রামের খেদের আলীর রাসেল আহমেদকে আটক করেন। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।