মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হযে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদবিল কোলার মোড়ে এসে শেষ করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী গুরুদাস হালদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক মতিউর রহমান মতু প্রমুখ।