মেহেরপুর নিউজ,০১ আগষ্ট:
মেহেরপুর জেলায় চলতি বছরে ৯ হাজার ৯৮৫ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যেমাত্রা নিয়ে জাতীয় মৎস সপ্তাহ ২০১৫ উদযাপিত হচ্ছে। গেলো বছর জেলায় উৎপাদন হয়েছিলো ৯ হাজার ৮০৫ মেট্রিক টন মাছ।
শনিবার দুপুর ১২ টার দিকে জেলা মৎস্য বিভাগ আয়োজিত মৎস অফিস মিলনায়তরে মৎস্য সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এ তথ্য দেন সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্যে জেলা মৎস্য কর্মকর্তা মেছবাহুল হকের সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাজি টিভি প্রতিনিধি রফিক উল আলম, ভোরেরপাতার জেলা প্রতিনিধি ও মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, চ্যানেল নাইনের প্রতিনিধি নাসের চৌধুরী, মাটির ডাক প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম তার বক্তব্যে আরো বলেন, ২০১৪ সালে মৎস বিভাগ থেকে ৪হাজার ২৪৯ কোটি টাকা টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে দেশ। তিনি বলেন, দেশে কৃষি পণ্য সংরক্ষন করার জন্য সরকারী ও বেসরকারীভাবে অনেক হিমাগার আছে । কিন্তু মাছ সংরক্ষনের কোনো হিমাগার নাই। কৃষি পণ্য চাষের জন্য চাষীরা সরকারীভাবে বিদ্যুৎ সুবিধা পেলেও মাছ চাষের জন্য সরকারী বিদ্যুৎ সুবিধা মাছ চাষীরা পাননা।
সভাপতির বক্তব্য জেলা মৎস্যকর্মকর্তা মেছবাহুল হক বলেন, কুচিয়া নামের এক জাতীয় মাছ যা মেহেরপুর মানুষ খুব একটা খাই না। কিন্তু জরিপে জানা গেছে, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে মেহেরপুরের উৎপাদনকৃত ৪৫ মেট্রিকটন কুচিয়া মাছ রপ্তানি করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা জানতাম মেহেরপুরে কাকড়ার চাষ হয়না । খোজ নিয়ে জানা গেছে, গত বছর মেহেরপুর থেকেও প্রায় ৯০০ কেজি কাকড়া বিদেশে রপ্তানি করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেছবাহুল হক বলেন, মেহেরপুর জেলার ৩ উপজেলায় ২৪ টি অবৈধ বাঁধ ভেঙ্গে দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত রয়েছে। তিনি আরো বলেন, দু’একদিনের মধ্যে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।