করোনাভাইরাস

চমেক হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট

By মেহেরপুর নিউজ

July 05, 2020

মেহেরপুর নিউজ ডেক্স:

করোনা ভাইরাস প্রতিরোধে অন্যতম উপকরণ হচ্ছে জীবাণুনাশক স্প্রে। জীবাণুনাশক স্প্রে মেশিন কাধেঁ নিয়ে বিভিন্ন প্রান্তে, রাস্তা-ঘাটে, বাজার চত্বরে বা ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের কল্যাণে প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে জীবাণুনাশক করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও  চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম. এ. ছালাম এর দক্ষ দিকনির্দেশনায় প্রতিদিনের ধারাবাহিকতায় আজ ৫ জুন রবিবার যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বহন কাজে ব্যবহৃত হুইল চেয়ারে, ট্রলিসহ বিভিন্ন উপকরণে, জরুরী বিভাগের বিভিন্ন রুমে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্য ইস্তাকুল ইসলাম চৌধুরী ঈশান সহ যুব স্বেচ্ছাসেবকরা।