বর্তমান পরিপ্রেক্ষিত

চকশ্যাম নগর ক্রিকেট টুর্নামেন্টে উজলপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 17, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে চকশ্যাম নগর ক্রিকেট টুর্নামেন্টে উজলপুর একাদশ জয়লাভ করেছে।

সোমবার চক শ্যামনগর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় উজলপুর একাদশ ১২২ রানের বিশাল ব্যবধানে বন্দর আগমনী ক্লাবকে পরাজিত করে।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উজলপুর একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয় ২১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরিফ সর্বোচ্চ ৪১ রান করেন।

জবাবে খেলতে নেমে বন্দর আগমনি ক্লাব ৮.৩ ওভারে সবকটি উইকেট ছাড়িয়ে মাত্র ৯৬ রান করে। উজলপুরের মুকুল ৩টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের মুকুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। আতিয়ার রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।