মেহেরপুর নিউজ, ১০ আগষ্ট : মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের মাঠে প্রায় দেড় বিঘা জমিতে লাগানো ঝিঙ্গার গাছ কেটে তসরূপ করেছে। এতে প্রায় পৌনে এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাতের কোন এক সময় ফসল তসরূপের ঘটনা ঘটে। জানাগেছে সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের আবু বক্করের ছেলে হাবিল মিয়া একই গ্রামের জলা মন্ডলের ছেলে নাজমুলের নিকট থেকে চকশ্যামনগর গ্রামের বটতলার মাঠে দেড় বিঘা জমি লীজ নিয়ে ঝিঙ্গার চারা রোপন করেন। আগামী মাসের জমির লীজের মেয়াদ শেষ হওয়ার কথা। এদিকে বৃহষ্পতিবার দিবাগত রাতে দেড় বিঘা জমিতে লাগানো সমস্ত ঝিঙ্গার গাছ কেটে দিয়ে চলে যায়। শুক্রবার সকালে হাবিল মিয়া জমিতে গিয়ে দেখেন সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। এদৃশ্য দেখে ক্ষেত মালিক কান্নায় ভেঙ্গে পড়েন। সরেজমিন দিয়ে দেখা গেছে দেড় বিঘা জমিতে লাগানো শত শত ঝিঙ্গে গাছের গোড়া থেকে কাটা গাছ অসংখ্যাক ফুল সহ ঝিঙ্গে ধরে রয়েছে। ক্ষেত মালিক জানান গাছ কাটার ফলে প্রায় পৌনে এক লক্ষ টাকা ক্ষতি হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।