মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টে চকশ্যামনগর ইয়াংস্টার ফাইনালে উঠেছে।
শনিবার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় চকশ্যামনগর ইয়াংস্টার ৮ উইকেটে চকশ্যামনগর মসজিদপাড়া একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চকশ্যামনগর মসজিদপাড়া একাদশ ১৪ ওভারে ৮০ রান করে সবাই আউট হয়ে যাই। দলের পক্ষে দিপু ১৮ রান করেন।জবাবে খেলতে নেমে চকশ্যামনগর ইয়াংস্টার ৯ ওভারে দুই উইকেট হারেয়ে জয়ের লক্ষ্যের পৌঁছে যায়। রেজুয়ান দলের পক্ষে ৩৮ রান করেন।