মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টে গোভীপুর ভৈরব ক্লাব ১ম দল হিসাবে ফাইনালে উঠেছে।
বুধবার বিকালে চকশাননগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় গোাভীপুর ভৈরব ক্লাব আজমিরের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর একাদশ ১৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রেজা ৫৩ রান করেন।
জবাবে খেলতে নেমে গোাভীপুর ভৈরব ক্লাব আজমিরের ব্যাটিং তাণ্ডবে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আজমির সর্বোচ্চ অপরাজিত ১০৭ রান করেন। বিজয়ী দলের আজমির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। জাহাঙ্গীর ও মিকাইল ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।