মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টে চকশ্যামনগর ইয়াংস্টার ক্লাব শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠেছে।
বুধবার সকালে চকশাননগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ কোয়াটার ফাইনাল খেলায় চকশ্যামনগর ইয়াংস্টার ক্লাব ৫ রানে কোমরপুর বিজয় নিশান ক্লাবকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চকশ্যামনগর ইয়াংস্টার ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদ্দাম ৪৯ রান করেন। কোমরপুর বিজয় নিশান ক্লাবের টুয়েল ৩ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে কোমরপুর বিজয় নিশান ক্লাব ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ২৯ রান করেন। চকশ্যামনগরের জাহাঙ্গীর ৩টি উইকেট দখল করেন। চকশ্যামনগর ইয়াংস্টার ক্লাবের জাহাঙ্গীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সাদ্দম হোসেন ও ক্রিকেটার পল্লব ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।