ক্রিকেট

চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টে কোলা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 11, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টে কোলা একাদশ জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকালে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় কোলা একাদশ সুপার ওভারে ১২ রানে গোপালপুর একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গোপালপুর একাদশ ১৪ ওভারে ১৫১ রান করে সবাই আউট হয়ে যাই। দলের পক্ষে ডালিম ৩২ রান করে।

জবাবে খেলতে নেমে কোলা একাদশ ১৪ ওভারে ১৫১ রান করে। পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে কোলা ১৬ রান করে। জবাবে গোপালপুর ৪ রান রান করে। খেলায় বিজয়ী দলের ডালিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। আক্তার হোসেন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।