বিশ্বকাপ

ঘুরে দাড়াতে কি পারবে পাকিস্তান ?

By মেহেরপুর নিউজ

May 31, 2019

স্পোর্টস ডেস্ক,৩১ মে:

পাকিস্তান ২০১৭ তে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে দুই বছরে ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তারা হেরেছে ২১টিতে, এবং গত টানা ১০ ম্যাচে পরাজয় বরন করেছে। অন্যদিকে এবারের আসরের ডার্ক হর্স বলা যায় উইন্ডিজকে। ব্যাটিং পাওয়ার হাউজের সাথে রয়েছে তাদের অলআউট পেস অ্যাটাক। ক্রিস গেইল, শাই হোপ, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেলদের যেকোনও একজন জ্বলে উঠলেই ম্যাচ নিজেদের করে নিতে পারে তারা। তবু পাকিস্তানকে হিসেবের বাইরে রাখা যায় না। কারণ, এটাই তাদের চরিত্র। বিশ্বকাপের মতো বড় আসরকেই হয়তো ঘুরে দাঁড়ানোর উপলক্ষ বানাবেন সরফরাজ আহমেদরা।

বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিক মনের মত হয়নি পাকিস্তানের। আফগানিস্তানের সাথে হারার পর বাংলাদেশের সাথে পরের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। অন্যদিকে উইন্ডিজ আছে দারুণ ছন্দে। শেষ প্রস্তুতি ম্যাচে ৪২১ রান সংগ্রহ করে তারা। ধারণা করা হচ্ছে এবারের আসরে কেউ ৫০০ রান করলে তা হয়তো সবার আগে উইন্ডিজই করবে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ারদের বিধ্বংসী ব্যাটিংয়ের সাথে শাই হোপের দারুন ছন্দ নিশ্চই আত্ববিশ্বাস যোগাবে ক্যারিবিয়ানদের। সাথে এভিন লুইস কিংবা জ্যাসন হোল্ডারকে ভুলে গেলে চলবেনা! ব্যাটিংয়ে উইন্ডিজ তাই থাকবে যোজন যোজন পথ এগিয়ে। তবে পাকিস্তানেরও রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

ফখর জামান, বাবর আজম, ইমাম-উল-হকের সাথে রয়েছে অভিজ্ঞ শোয়েব মালিক আর অধিনায়ক সরফরাজ আহমেদ। বাবর,ফখর,ইমাম-উল-হকদের গড়ও রয়েছে ঈর্ষা করার মত। গত একবছরে তাদের প্রত্যেকের গড় পঞ্চাশের ওপর, এসময় পাকিস্তানি ব্যাটসম্যানরা হাকিয়েছে ১৫ টি শতক, যা ইংল্যান্ড ও ভারতের সাথে যৌথ সর্বোচ্চ। ব্যাটিংয়ে তাই দুই দলই সমান সমান।

বোলিংয়ে দুই দলই নির্ভর করবে তাদের পেস এটাকের উপর। উইন্ডিজের অলআউট পেস এটাকের সামনে পাকিস্তানের আমির, হাসান আলী, শাহিন আফ্রিদি। বলার অপেক্ষা রাখেনা দারুন এক বিস্ফোরক লড়াই হবে আজ দুই দলের মধ্যে।

প্লেয়ার্স টু ওয়াচ- উইন্ডিজের গেইল,রাসেল, হেটমায়ারদের মত পাওয়ার হিটার থাকার পরের তাদের দলের ইম্প্যাক্ট প্লেয়ার হবে শাই হোপ। গত ১১ ইনিংসে চার শতক এবং তিনটি অর্ধশতক হাকিয়ে আছেন দারুন ফর্মে। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও নিউজিল্যান্ডের সাথে খেলেছেন ১০১ রানের এক দারুণ ইনিংস।

পাকিস্তানের স্পটলাইটে থাকবেন ফখর জামান। গত এশিয়া কাপের পর থেকে তার গড় পড়তির দিকে থাকলেও নিজের দিনে যেকোন প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ফখর। শুধু আজকের ম্যাচেই না, পুরো বিশ্বকাপেই পাকিস্তানের স্পটলাইটে থাকবেন তিনি।

সম্ভাব্য একাদশ- উইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, জ্যাসন হোল্ডার (অ), আন্দ্রে রাসেল, এশলে নার্স, কেমার রোচ, শেলডন কট্রেল, ওশান থমাস।

পাকিস্তান : ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ(অ), ইমাদ ওয়াসিম, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।

এর আগে বিশ্বকাপে দশবারের দেখায় উইন্ডিজ জিতেছে সাতবার, পাকিস্তান তিনবার। শক্তিমত্তা, ফর্ম, ইতিহাস সবদিক দিয়েই আজ এগিয়ে থাকবে উইন্ডিজ। তবে বৈশ্বিক টুর্নামেন্ট এবং পাকিস্তানের আনপ্রেডিক্টিবিলিটি অপেক্ষায় রাখছে দারুন এক রোমাঞ্চকর লড়াইয়ের। ট্রেন্ট ব্রিজে আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।