মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবা প্রতিযোগিতায় বালিকা বড় গ্রুপে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের আতকিয়া ফাইজা এবং মধ্যম গ্রুপে মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের আফিফা খাতুন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে খুলনা বিভাগের পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার দুপুরে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ফাইনাল খেলায় গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের আতকিয়া ফাইজা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জারিন তাবাসসুমকে এবং মধ্যম গ্রুপে মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের আফিফা খাতুন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিথিলা আক্তারকে পরাজিত করে।