মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাব জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব মেহেরপুর সদর উপজেলার রাজনগর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধে আলী ও সুমন একটি করে গোল করেন। খেলায় বিজয়ী দলের গোল রক্ষক মোখলেছুর রহমান সেরা খেলোয়ার নির্বাচিত হন। খেলা শেষে বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমান নিজাম ম্যান অব দি ম্যাচ পুরস্কার বিতরন করেন।