মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তরুণ উদীয়মান ব্যবসায়ী ও উদ্যোক্তা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী খালিদ মোহাম্মদ সাইফুল ইসলাম।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা কামরুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে খালিদ সাইফুল ইসলামকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলামকে সদস্য সচিব, আব্দুর রাজ্জাক অভিভাবক সদস্য এবং জাহিদুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি করে ৪ সদস্যের কমিটি অনুমোদন করেন। নতুন কমিটি নির্বাচিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য আস্থা তৈরি হয়েছে।
এদিকে খালিদ সাইফুল ইসলামকে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে খালিদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।