মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর এম এম ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী সহীহ পদ্ধতিতে কুরআন শিক্ষা শেষে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ঝাঁঝাঁ জামে মসজিদে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আমির আবু জাফর সোহেল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন ঝাঁঝাঁ জামে মসজিদের খতিব মোহাম্মদ রবিউল ইসলাম। কুরআন শিক্ষায় ঝাঁঝাঁ গ্রামের ১৭ অংশগ্রহণ করেন।